ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবসর উত্তর ছুটি বাতিল করে ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারী করা হয়েছে।
জনপ্রাশন মন্ত্রণালয়ের উপ সচিব অলিউর রহমান স্মাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, তার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত এক মাস মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন