২৯ অক্টোবর, ২০১৯ ২২:৩০

জবাবদিহিতা ও সেবাপ্রাপ্তি বাড়াতে তথ্য অধিকার আইনের বিকল্প নেই: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জবাবদিহিতা ও সেবাপ্রাপ্তি বাড়াতে তথ্য অধিকার আইনের বিকল্প নেই: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া (ফাইল ছবি)

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সব আইনে কর্তৃপক্ষ জনগণের ওপর ক্ষমতা প্রয়োগ করে; কিন্তু তথ্য অধিকার আইনে জনগণ কর্তৃপক্ষের ওপর ক্ষমতা আরোপ করে। বিশ্বব্যাপী তথ্য অধিকার সুশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এগুলো সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এর মাধ্যমে নাগরিকরা ক্ষমতায়িত হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং দুর্নীতি কমে। দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবা গ্রহণ ও সেবা প্রাপ্তি বাড়াতে হলে এই আইনের কোন বিকল্প নেই। তাই সব পক্ষ থেকেই জোড়ালোভাবে এই আইন প্রয়োগে উদ্যোগ নিতে হবে ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার তথ্য অধিকার কনভেনশন ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনম। 

বক্তব্য দেন ডিএফআইডি এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুডিথ হারবার্টসন, ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াং টেমবন, প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমেদ প্রমুখ।


বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর