প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন।
আগামীকাল রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশন, রেডিও এবং অনলাইনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ