বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরে বাঙালি জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা। শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ফটকের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে রাত ১২ টা ১মিনিটে (১২ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর করা হয়।
কারা মহাপরিদর্শক আরও বলেন, খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে ঠিক রাত ১২টা ১ মিনিটে। এবার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবার তার মরদেহ নিয়ে যাবে।
এদিকে, মাজেদের ফাঁসি কার্যকর করতে যেসব কর্মকর্তা উপস্থিত ছিলেন তারা সবাই করোনা ভাইরাসের কারণে গ্লাভস, মাস্ক এবং চশমা পরেছিলেন। এ বিষয়ে জেলার মাহবুবুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রোটেকশন হিসেবে আমরা সবাই এখানে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও চোখে চশমা পরা অবস্থায় ছিলাম। প্রোটেকশন নিয়েই খুনি মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার