সংসদ টিভিতে শুরু হয়েছে প্রাথমিকের ক্লাস। আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয়েছে এ ক্লাস। শুরুতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হয়। প্রতিদিন দুটি ক্লাস প্রচারিত হবে প্রত্যেক শ্রেণির। ক্লাসের সময় হবে ২০ মিনিট।
তবে গত সপ্তাহ থেকেই সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস প্রচার করা হচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির এই ক্লাস সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রচার করা হচ্ছিল। তাই প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস কখন শুরু হবে সেটি নিয়ে চলছিল আলোচনা।
সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের সঙ্গে আলোচনা চলে। প্রাথমিকের শিক্ষার্থীদের বয়স যেহেতু কম, তাই তাদের ক্লাস ৯টায় শুরু করার প্রস্তাব দেওয়া হয়। একপর্যায়ে সিদ্ধান্ত হয় প্রাথমিকের ক্লাস শেষের পর মাধ্যমিকের ক্লাস শুরু হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন