করোনাভাইরাসের কারণে এপ্রিল-জুনে সময়টাতে বাংলাদেশের নির্মাণ খাতে ক্ষতি ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ২.৭৯ বিলিয়ন ডলার, যা সরকারের বার্ষিক উন্নয়ন বাজেটের প্রায় ১৩.৫০ শতাংশ। নির্মাণ খাতে কর্মসংস্থান, মজুরি, বিনিয়োগ হ্রাসের কারণে এ ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ।
গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ মে। এ সময়টাতে নির্মাণখাতের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে দক্ষ ও অদক্ষ মিলিয়ে কাজে যোগ দিতে পারেননি ৩.৪ মিলিয়ন কর্মী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ড্রাস্ট্রির (বিএসিআই) হিসাবে, নির্মাণ খাতের স্থবিরতার ফলে লাখ লাখ কর্মীর চাকরি ও মজুরি হারানোয় আর্থিক ক্ষতি ৮০০ মিলিয়ন ডলার, সরকারের ভ্যাট, কর ও শুল্ক খাতে ক্ষতি ১১৫০ মিলিয়ন ডলার, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার এবং বিনিয়োগ খাতে ক্ষতি ৩৪০ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ড্রাস্ট্রি বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি প্রজেক্ট বাস্তবায়নে কাজ করে থাকে এবং বেশিরভাগ প্রজেক্টেই অর্থায়ন করে থাকে সরকার।
বিডি প্রতিদিন/ফারজানা