২৯ আগস্ট, ২০২০ ১৬:১৫

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কাছে জিএসপি চেয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কাছে জিএসপি চেয়েছে বাংলাদেশ

আগামী ২০৩০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কাছে ব্রেক্সিট পরবর্তী জিএসপি (শুল্কমুক্ত বাজার) সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ।

শনিবার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে যোগ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। বৈঠকে ব্রিটিশ সংসদ সদস্যদের (এমপি) কাছে ‌আগামী ২০৩০ সাল পর্যন্ত ব্রেক্সিট পরবর্তী জিএসপি (শুল্কমুক্ত বাজার) সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

হাইকমিশনার সাইদা মুনা তাসনীম করোনা পরবর্তীকালে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সুবিধা বাড়ানোর আহ্বান জানান।

বৈঠকে ব্রিটিশ এমপিদের মধ্যে অংশ নেন লর্ড জ্যাক উইলসন, ব্যারোনেস নাতালে লুইস, লর্ড অ্যান্ড্র স্টানেল ও ব্যারোনেস রোসেল বয়কট।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর