শিরোনাম
২৭ অক্টোবর, ২০২০ ১৪:৫১

একনেকে ৫ হাজার ১৮৯ কোটি টাকার ৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক

একনেকে ৫ হাজার ১৮৯ কোটি টাকার ৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেকের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাস্তা নির্মাণের সময় যেন পানি প্রবাহে বাধা বা জলাধার বন্ধ না হয়, তা নিশ্চিত করতে নকশায় পর্যাপ্ত ব্রিজ ও কালভার্ট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রকল্প সংশ্লিষ্টদের বদলির কারণে যেন বাস্তবায়ন গতি কমে না যায় এ জন্য নতুনদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ৫ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকে ৩১৯ কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রাফিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয় একনেক।

বৈঠক শেষে পরিকল্পনা সচিব গণমাধ্যমকে এসব তথ্য জানান।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর