রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দশ হাজার টাকা মুচলেকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের জামিন দিয়েছেন আদালত।
আজ রবিবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালত এই আদেশ দেন।
এর আগে আসামি মামুনের আইনজীবী জামিনের আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিকে, গতকাল শুক্রবার আসামি ডা. আব্দুল্লাহ আল মামুনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৭ নভেম্বর ডা. আব্দুল্লাহ আল মামুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১০ নভেম্বর আদাবর থানায় আনিসুল করিম শিপনের বাবা বীর মুক্তিযোদ্ধা ফাইজুদ্দিন আহম্মেদ বাদী হয়ে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে দুই আসামি পলাতক রয়েছে। তারা হলেন, মাে. সাখাওয়াত হােসেন ও সাজ্জাদ আমিন।
বিডি প্রতিদিন/আরাফাত