২৪ জানুয়ারি, ২০২১ ১৬:১১

করোনা অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিল সরকার

অনলাইন ডেস্ক

করোনা অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিল সরকার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সরকার করোনাভাইরাস পরীক্ষায় অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকদিনের দাবি ছিল অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়ার। এখন এটা চালু করার অনুমতি দিয়েছি। আজ আপনাদের যখন বললাম তখন থেকেই এটা চালু হয়ে গেলো।

প্রসঙ্গত, শরীরে রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা দেখতে নমুনা হিসেবে রক্ত নিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর