৪ মার্চ, ২০২১ ২২:৫৬

রায়েরবাজারে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রায়েরবাজারে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর রায়েরবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফারুক হোসেন (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারুক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তালাই কুণ্ডুলিয়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের ছোট ভাই মানিক আলী জানান, তারা একসঙ্গেই রায়েরবাজার শাহ পরান রোডে নির্মাণাধীন ১০তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। কাজ করছিলেন তার ভাই। এদিন তিনি বিশ্রামে ছিলেন। বিকেল ৩টার দিকে তার ভাই ভবনটির পাঁচ তলাতে যান এবং সেখানে যারা কাজ করছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন। পরে ভবনের নিচে তাকে পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভবন থেকে কীভাবে তিনি পড়ে গেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি সহকর্মীরা।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর