করোনাভাইরাসের সংক্রমণ এবং ভয়াবহতা ঠেকাতে সারাদেশে তিন স্তরে স্মার্ট লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেছেন, ঢাকা শহরের জন্য পৃথক বিধি-নিষেধ এবং চট্টগ্রামসহ যেসব এলাকা সংক্রমণের উচ্চ ঝুঁকি সম্পন্ন সেগুলোর জন্য পৃথক বিধি-নিষেধ আরোপ করতে হবে।
এছাড়া উপজেলা ও গ্রামাঞ্চলের জন্যও পৃথক বিধি-নিষেধ আরোপ করতে হবে। কেননা উপজেলা শহর ও গ্রামাঞ্চলে এখনো এই ভাইরাসের বিস্তার ব্যাপকতা কম রয়েছে। এসব এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশের পরিস্থিতি সামলানো যাবে না কোনভাবেই।
এছাড়া সরকার এককভাবে শুধু বিধি-নিষেধ আরোপ বা লকডাউন ঘোষণা করলেই চলবে না। এসব বিধি-নিষেধ মানাতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। একইভাবে জনসাধারণকেও তা মেনে চলতে হবে। পাশাপাশি স্বল্প আয়ের মানুষ ও দিনমজুরদের জন্য আগের বছরের মত আর্থিক সহায়তা দিতে হবে। আজ অনলাইন প্লাটফরমে বেসরকারি সংস্থা হেলদি বাংলাদেশের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব সুপারিশ তুলে ধরেন।
বিডি প্রতিদিন/আল আমীন