২৫ জুলাই, ২০২১ ২১:৫৩

টিসিবির মাসব্যাপী পণ্য বিক্রি শুরু সোমবার

অনলাইন ডেস্ক

টিসিবির মাসব্যাপী পণ্য বিক্রি শুরু সোমবার

টিসিবির মাসব্যাপী পণ্য বিক্রি শুরু হচ্ছে সোমবার (২৬ জুলাই)। ফাইল ছবি

টিসিবির মাসব্যাপী পণ্য বিক্রি শুরু হচ্ছে সোমবার (২৬ জুলাই)। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্য প্রয়োজনীয় এই পণ্যসামগ্রী বিক্রি শুরু করবে। চলবে ২৬ আগস্ট পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত)।

রবিবার সরকারি এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তা সাধারণের নিকট ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রি করবে  টিসিবি। 

এতে জানানো হয়, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং চিনি প্রতিকেজি ৫৫ টাকা দরে বিক্রি করা হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর