১ আগস্ট, ২০২১ ১২:৫৪

ওএমএস কেন্দ্র দারিদ্র্যপীড়িত এলাকায় কিনা যাচাইয়ের নির্দেশ খাদ্য মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক


ওএমএস কেন্দ্র দারিদ্র্যপীড়িত এলাকায় কিনা যাচাইয়ের নির্দেশ খাদ্য মন্ত্রণালয়ের

সরকারের খোলা বাজারে চাল, আটা বিক্রির (ওএসএম) কেন্দ্রগুলোর অবস্থান প্রকৃতপক্ষে দারিদ্র্যপীড়িত এলাকায় কিনা সেই বিষয়টি যাচাই করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 

গতকাল শনিবার (৩১ জুলাই) খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয় খাদ্য মন্ত্রণালয়। সেই নির্দেশনায় প্রয়োজনে কেন্দ্রগুলো দরিদ্র মানুষ বাস করে এমন এলাকায় সরিয়ে নেয়ার (রিলোকেশন) নির্দেশ দেয়া হয়েছে।

এমতাবস্থায় খাদ্য অধিদফতরের মহাপরিচালককে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।

বর্তমানে ওএমএস কেন্দ্র থেকে প্রত্যেকে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল এবং ১৮ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি আটা কিনতে পারেন। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহে ছয় দিনই ওএমএস কার্যক্রম চলে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর