বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় প্রধানমন্ত্রী অনেক মানবতা দেখিয়েছেন জানিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটু মানবতা প্রত্যাশা করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১- জনমত যাচাই ও বাছাইয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মোশারফ হোসেন বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিডনি, লিভার, ফুসফুস, উচ্চরক্তচাপ-সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। প্রধানমন্ত্রী অনেক মানবতা দেখিয়েছেন। আরেকটু মানবতা আমরা প্রত্যাশা করি। একজন মানুষকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। যেন তাকে (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়। এটা আমাদের জোরালো দাবি থাকবে।
তিনি বলেন, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ ট্যুরিজম খাতকে সুন্দর করে সাজানোর জন্য কাজ করতে হবে। উত্তরবঙ্গের জনপদ মহাসড়কের যমুনা সেতু পার হয়ে উত্তরবঙ্গের দিকে যেতে নলকা ব্রিজ ও রাস্তার ভঙ্গুর দশা কারণে উত্তরাঞ্চলের মানুষের নাভিশ্বাস উঠেছে। এটি অতি দ্রুত মেরামত করা এবং উত্তরবঙ্গের সবচাইতে বৃহৎ জনপদের বগুড়াতে উত্তরবঙ্গের মানুষের চলাচলের সুবিধার্থে বিমানবন্দর দ্রুত চালুর দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত