ওয়ান-ইলেভেনের সময় তালিকাভুক্ত ঢাকার ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর একজন আবুল কাশেম ওরফে আব্দুল হাদী মিয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে।
ফ্রিডম পার্টির মধ্য দিয়ে রাজনীতি শুরু করা এই নেতা বর্তমানে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমানে ইউপি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
‘হাইব্রিড হটাও, আওয়ামী লীগ বাঁচাও’ শীর্ষক স্লোগানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১নং রাজারগাঁও ইউনিয়নের সাবেক ছাত্রলীগ ও স্থানীয় উচ্চ বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি আখতার হোসেন মুন্সি।
আখতার হোসেন আরও অভিযোগ করেন, আব্দুল হাদি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রুস্তম বেপারী ও তার পরিবারের সম্পদ দখল করে বাউন্ডারি নির্মাণ করেছেন। ২০১৩ সালের ২৯ জুন রাজারগাঁও বাজারের স্বনামধন্য হিন্দু ব্যবসায়ী দ্বিজেন্দ্রলাল পোদ্দারের দুটি কাপড়ের দোকান ও পাশের একটি মুদি দোকানসহ মোট তিনটি দোকান লুটপাট করে তার অনুসারী সন্ত্রাসী বাহিনী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হাদী মিয়া বলেন, ‘এসব অভিযোগ সবই মিথ্যা। আমার বিরুদ্ধে কোনও অভিযোগের প্রমাণ তাদের কাছে নাই। যারা এসব অভিযোগ করেছে, এরা তো পাগল, এরা আওয়ামী লীগের কী।’
বিডি প্রতিদিন/আরাফাত