চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের এক পক্ষের হামলায় গুরুতর আহত মাহাদি জে আকিব সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার হাসপাতালের আইসিইউ থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
চিকিৎসার তত্ত্বাবধান করা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, আকিবকে স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন চিকিৎসকরা। আশঙ্কামুক্ত হওয়ায় তাকে রিলিজ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তিনি বাবার সঙ্গে কুমিল্লার বাড়িতে চলে গেছেন। সেখানেও তিনি চিকিৎসকের পর্যপেক্ষণে থাকবেন।
তিনি বলেন, আকিবের মাথার হাড় তাজা থাকার জন্য এখনও পেটে রাখা হয়েছে। একমাস পর তাকে আবার চট্টগ্রামে ডাক্তার দেখানো হবে। এরপর চিকিৎসকরা তার অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে পেট থেকে মাথায় হাড় লাগাতে আরও প্রায় দুই মাস লাগতে পারে বলে জানিয়েছেন এই চিকিৎসক নেতা।
বিডি প্রতিদিন/আরাফাত