ইতিহাস বিকৃতি থেকে মুক্ত করার জন্য বিএনপি ২৭ মার্চ সভা করবে। একই সাথে কালুরঘাট বেতার কেন্দ্রের গুরুত্ব তুলে ধরতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় কমিটির উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
আমির খসরু বলেন, যে আশা-আকাঙ্খা ও স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তা সরকার ভেঙে চুরমার করে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশের স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যদি সত্য ঘটনাগুলো সামনে আসে তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না। আজকে যদি মুক্তিযুদ্ধের সত্য ঘটনা নিয়ে বইয়ে লেখা হয়, তাহলে মিথ্যাচার ধরা পড়ে যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন