জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমরা বহুবার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়েছি। আর হবো না। আমরা এখন সাবালক পোড় খাওয়া দল। এ দলকে নিয়ে আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করুন।’
শুক্রবার বিকালে বন্দরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
চুন্নু বলেন, ‘গত ৩২ বছর দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায়। তবুও তারা জনগণকে সুশাসন দিতে পারেনি। আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে থেকে তিন ভাগ হয়ে গিয়েছিল। বিএনপিও ক্ষমতায় না আসতে পারলে মুসলিম লীগ হয়ে যাবে। তবে জাতীয় পার্টি মাত্র চার বছর ক্ষমতায় থেকেও আজ বিরোধী দলে থেকেও টিকে আছে।’
‘আমরা কেন আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করব। মানুষ এই দুই দলকে চায় না। মানুষ আজ চায় গোলাম মুহাম্মদ কাদেরকে। আজ এখানে হাজার হাজার কর্মী এসেছে জি এম কাদেরের কথা শুনতে। বর্তমানে দেশে পাঁচ কোটি বেকার। তাদের নিয়ে কোনো রোডম্যাপ নেই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ অনেক কাজ করেছে বলে। ঢাকায় একটি ট্রাফিক সিস্টেমও দাঁড় করাতে পারেনি তারা। আমরা চাই, মানুষের প্রত্যাশা পূরণ করতে। সাত পার্সেন্ট ট্যাক্স দিয়ে পাচার করা টাকা হালাল করবে, এটা হতে দেব না।’
‘উপজেলা প্রশাসন দিয়ে সরকার করোনা মোকাবিলা করেছে। এই উপজেলা এরশাদ করেছিলেন। আজ গার্মেন্টস আমাদের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এনে দেয়। এটার পাইওনিয়ার হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের ওষুধ নীতির কারণেই আজ ফার্মাসিটিক্যালস উন্নত করেছে। মাটির নিচে ট্যানেলের আগে মানুষ চিকিৎসা চায়।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        