২৯ জুন, ২০২২ ২০:২৫

আসন থেকে উঠে গিয়ে রওশন এরশাদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আসন থেকে উঠে গিয়ে রওশন এরশাদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে রওশন এরশাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে সংসদে ফিরেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বুধবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি। বিরোধী দলনেতার খোঁজ-খবর নিতে পরে সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী নিজেই চলে যান বিরোধী নেতারা আসনের সামনে। প্রধানমন্ত্রী এসময় তার সঙ্গে কুশল বি‌নিময় ক‌রেন ও সু-স্বাস্থ্য কামনা ক‌রেন। প্রধানমন্ত্রীর এ উ‌দ্যোগ‌কে টে‌বিল চাপ‌ড়ি‌য়ে সবাই স্বাগত জানান।

হুইল চেয়া‌রে ব‌সে সংস‌দে আ‌সেন রওশন এরশাদ। বা‌জেট আ‌লোচনায় অংশ নি‌য়ে আবার হুইল চেয়া‌রে ক‌রে অ‌ধি‌বেশন কক্ষ ত্যাগ ক‌রেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়  রওশন এরশাদকে। চিকিৎসা শেষে সাত মাস পর সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি।

তার আগে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ভর্তি ছিলেন বিরোধী দলীয় এই নেতা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর