১২ সেপ্টেম্বর, ২০২২ ১৯:২৮

সাজেদা চৌধুরীর মৃত্যুতে বাজুস প্রেসিডেন্টের শোক

নিজস্ব প্রতিবেদক

সাজেদা চৌধুরীর মৃত্যুতে বাজুস প্রেসিডেন্টের শোক

সৈয়দা সাজেদা চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

সোমবার বাজুস প্রেসিডেন্ট তার শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ, গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও নারী পুনর্বাসনে বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হারিয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সংকটময় মুহূর্তে আওয়ামী লীগকে সংগঠিত রাখতে সৈয়দা সাজেদা চৌধুরী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর