প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ সব মৌলিক অধিকার আদায়ের প্রধান ও পূর্ব শর্তই হচ্ছে তথ্য অধিকার আইন। এ আইনের অবাধ প্রবাহের ফলে প্রজাতন্ত্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতন্ত্র ও আইনের শাসনের মজবুত ভিত্তি সুপ্রতিষ্ঠিত হবে।
আজ দুপুরে সুনামগঞ্জের শহীদ আবুল হোসেন মিলনায়তনে তথ্য কমিশন বাংলাদেশ ও জেলা প্রশাসন সুনামগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মো, আবু সাইদ, কমিশনের সহকারী প্রোগ্রামার মো. সালাহ উদ্দিন, টিআইবির সভাপতি নুরুর রব চৌধুরী, সরকারি কলেজের অধ্যাপক জমশেদ আলী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল-হেলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত