জনবহুল শহর ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে। সোমবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ৯টায় ঢাকার পল্টন এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ২১৩, যা বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করছে। গড়ে ২০৫ স্কোর রয়েছে।
এ তালিকায় ৪০২ একিউআই স্কোর নিয়ে প্রথম অবস্থানে ভারত; আর ২০৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোঙ্গলিয়া। এ তালিকায় ৭৪-৭৬ স্কোর নিয়ে সবার শেষে রয়েছে ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, পাকিস্তান।
একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে - বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
বিডি প্রতিদিন/হিমেল