সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। চলমান সংলাপের ধারাবাহিকতায় এবার বিএনপির সঙ্গে সংলাপ করতে যাচ্ছে গণতন্ত্র মঞ্চের নেতারা।
মঙ্গলবার বেলা ১১টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংলাপে গণতন্ত্র মঞ্চ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদ সদস্য সচিব নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম অংশ নেবেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
প্রসঙ্গত, বিএনপির পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে এর আগে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এবার গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটি দল একত্রিত হয়ে বিএনপির সঙ্গে সংলাপে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এএ