১১ মার্চ, ২০২৩ ১৯:০৫

নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না : এসএম কামাল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না : এসএম কামাল

এসএম কামাল হোসেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন। আর সেই নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হবে। নইলে বিএনপি বলে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। আর ক্ষমতায় যাওয়ার ইচ্ছা যাদের, আসেন নির্বাচন করেন। জনগণ যাকে মেনে নেবে, সেই ক্ষমতায় যাবে। এখানে আওয়ামী লীগ কোনো দিন হস্তক্ষেপ করবে না। 

আজ বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বেনজির আহমেদ। সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের আবদুল বাতেন মিয়া, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজি, জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, কেরানীগঞ্জ মডেল উপজেলা সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, আশুলিয়ার সভাপতি ফারুক হাসান তুহিন প্রমুখ।  

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা পাল্টা সমাবেশ করি না। দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার দায়িত্ব আমাদের। কারণ আমরা আওয়ামী লীগের কর্মী, আমরা শেখ হাসিনার কর্মী। 

বিএনপির উদ্দেশ্যে এসএম কামাল হোসেন বলেন, রাস্তা দখলে নেবেন আর আমরা বসে বসে থাকবো? এমনটা ভাবার কোনো কারণ নেই। যারা শেখ হাসিনার চলার পথকে কন্টকাকীর্ণ করবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। 

তিনি আরও বলেন, আপনারা (বিএনপি) মনে করছেন ২০১৪ সালের মতো আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, আর আপনারা গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারবেন। তবে এখন সেই পরিস্থিতি নেই। যে হাত দিয়ে আপনারা মানুষ মারবেন, সেই হাত আমরা পুড়িয়ে দেবো।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর