কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে সিগন্যাল ভুলের কারণে স্টেশনে দাঁড়ানো মালবাহী ট্রেনের উপর উঠে যায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ওই ট্রেনে ইসির ১২ কর্মকর্তা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব।
তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের ১২ জন কর্মকর্তা ওই ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। তারা নিরাপদে রয়েছেন। তবে ইসির ১২ কর্মকর্তার মধ্যে ৫ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনাকবলিত ট্রেনের ইসির যাত্রীরা হলেন- ইসির সিনিয়র সহকারি সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারি সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারি সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার পিএস হাবিবা আক্তার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙ্গামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম।বিডি-প্রতিদিন/শফিক