কুষ্টিয়ার বিভিন্ন স্থানে আলাদাভাবে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মো. শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে মো. রতন (২১) ও ভেড়ামারা উপজেলার মো. রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)। এছাড়াও জেলায় অ্যাকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৫ জন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্য হয়েছে। সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন। তারা বিভিন্ন এলাকার বাসিন্দা।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের ৩ জনের মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য তিনজনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে । তবে এবিষয়ে এখনো কেউ লিখিত কোন অভিযোগ করেননি বলেও জানায় ওসি।
প্রসঙ্গত, প্রতিবছরই কুষ্টিয়ায় ঈদ এবং দুর্গাপূজার সময় এ ধরনের বিষাক্ত অ্যালকোহল পানে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে থাকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/হিমেল