সরকারি দপ্তরের কর্মকর্তাদের জন্য গাড়ি ক্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (৩১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় কোন গ্রেডের কর্মকর্তা কত টাকা মূল্যের গাড়ি ব্যবহার করতে পারবেন তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে গাড়ির ধরণ ও ব্যবহার উপযোগী মাত্রা সিসিও নির্ধারণ করে দেয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় বলছে, সরকারি দপ্তরের জন্য বিভিন্ন কোম্পানীর কার, জীপ, পিক-আপ (সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন), মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবাস (এসি), মিনিবাস (ননএসি), বাস (নন এসি) ও ট্রাক এর বাজার দর বিবেচনা করে যানবাহনের মূল্য পুননির্ধারণ করা হয়েছে।
উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অথবা কোম্পানির কার, জিপ, পিক-আপ (সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন) মাইক্রোবাস, মোটরসাইকেল, এ্যাম্বুলেন্স, কোস্টার অথবা মিনিবাস (এসি), মিনিবাস (নন এসি) বাস (নন এসি) ও ট্রাক-এর বাজার দর বিবেচনা করে যানবাহনের মূল্য নিম্নোক্তভাবে পুননির্ধারণ করা হয়েছে-
কার ৪৫ লাখ টাকা (অনূর্ধ্ব ১৬০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ)।
জীপ ১ কোটি ৪৫ লাখ টাকা (অনূর্ধ্ব ২৭০০ সিসি) (ট্যাক্স ও ভ্যাটসহ); (গ্রেড-১ এবং গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তাগণের জন্য, জীপ= ৬৫ লাখ টাকা (অনূর্ধ্ব ২০০০ সিসি) (রেজিস্ট্রেশন, ট্যাক্স ও ভ্যাটসহ); (গ্রেড-৩ বা তদ্নিম্ন পর্যায়ের কর্মকর্তাগণের জন্য)।
এছাড়া পিক-আপ (সিংগেল কেবিন) ৩৮ লাখ টাকা (অনূর্ধ্ব ২৫০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ); পিক-আপ (ডাবল কেবিন)= ৫৫ লাখ টাকা (অনূর্ধ্ব ২৫০০ সিসি) (ভ্যাট ও ট্যাক্সসহ)।
মোটরসাইকেলের ক্ষেত্রে ১ লাখ ৪০ হাজার টাকা (অনূর্ধ্ব ১২৫ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ)।
মাইক্রোবাস ৫২ লাখ টাকা (অনূর্ধ্ব ২৭০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ)।
অ্যাম্বুলেন্স ৫৪ লাখ টাকা (অনূর্ধ্ব ২৭০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ)।
কোস্টার অথবা মিনিবাস (এসি) = ৭৫ লাখ টাকা (অনূর্ধ্ব ৪২০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ)।
মিনিবাস (নন এসি): ৩২ লাখ টাকা (অনূর্ধ্ব ২৭৭১ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ)।
বাস (বড়, নন এসি)= ৪৬ লাখ টাকা (অনূর্ধ্ব ৫৮৮৩ সিসি) (রেজিস্ট্রেশন ব্যতীত)।
ট্রাক ৩৯ লাখ টাকা (৫ টন) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ)।
ট্রাক ৩১ লাখ ৭৫ হাজার টাকা (৩ টন) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ)।
বর্ণিত প্রেক্ষাপটে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরসমূহের যানবাহন ক্রয়ে অনুমতি অথবা বরাদ্দ প্রদানের ক্ষেত্রে উল্লিখিত মূল্য অনুসরণের জন্য অর্থ বিভাগের সকল শাখা অথবা অধিশাখাসমূহকে এই মূল্য মেনে গাড়ি কেনার নির্দেশনা দেয়া হয় ওই নির্দেশনায়। সাধারণত সচিব পর্যায়ের কর্মকর্তা সার্বক্ষণিক কোন সরকারি গাড়ি ব্যবহার সুবিধা পেয়ে থাকেন।
বিডি প্রতিদিন/হিমেল