বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। গত রবিবার এই পরিষদ গঠন করা হয়।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) এ কে এম কামরুল আহছান এসব তথ্য জানান।
বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ ২০২৩-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন অতিরিক্ত আইজিপি (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) মাহাবুবর রহমান, ভাইস প্রেসিডেন্ট অতিরিক্ত আইজিপি (ট্যুরিস্ট পুলিশ) হাবিবুর রহমান, ট্রেজারার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এছাড়া নতুন এই পরিষদে আটজনকে ডিরেক্টর পদে মনোনীত করা হয়েছে। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) মো. আতিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) আনোয়ার হোসেন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন) আমিনুল ইসলাম, এপিবিএন সদর দপ্তরের ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার ও যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        