৩০ ডিসেম্বর, ২০২৩ ১৪:৩২

স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৮৫০০ আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৮৫০০ আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ৮ হাজার ৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। 

আনসার ব্যাটালিয়ন সদস্যদেরকে ২৯ ডিসেম্বর  শুক্রবার থেকে সারা দেশে মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনীকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থেকে ২৫০ টি প্লাটুন ও ৭৫০ টি সেকশনে তারা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যগণ রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মোবাইল/ স্ট্রাইকিং/ স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর