১ মার্চ, ২০২৪ ২৩:০৯

দেশের মানুষ কঠিন একটা মুহূর্ত অতিক্রম করছে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেশের মানুষ কঠিন একটা মুহূর্ত অতিক্রম করছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের মানুষ বর্তমানে কঠিন একটা মুহূর্ত অতিক্রম করছে। হত্যা, খুন, গুম ও ধর্ষণ ক্ষমতাসীনদের নিত্যদিনের ঘটনা। রাজনৈতিক চরিত্রের অপরাধ প্রবণতা জাহিলী যুগকেও হার মানিয়েছে। যার ফলশ্রুতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার সাহস পায়। 

শুক্রবার সকালে ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলের তৃতীয় দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

পীর সাহেব চরমোনাই আরো বলেন, আওয়ামী ছাত্রলীগের ছেলেরা দেশকে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অবস্থায় এদেশকে মানুষের দেশ বলা যায় না।  এটাকে পরিবর্তন করতে হবে। এ পরিবর্তনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। ঢাকার বেইলী রোডে অগ্নিকাণ্ডে বহু নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন পীর সাহেব চরমোনাই। 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে গণজমায়েতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রিয় সভাপতি জি এম রুহুল আমিন, এম. হাসিবুল ইসলাম, নূরুল করীম আকরাম ও শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ। 

শনিবার সকাল সাড়ে ৮ টায় পীর সাহেব চরমোনাই’র আখেরী বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে এবারের তিনদিনব্যাপী মাহফিল সমাপ্ত হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর