আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন, যারা যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন- প্রত্যেকের লক্ষ্য ছিল গণতন্ত্র। এ সরকার ১৫ বছরে গণতন্ত্র নিয়ে কোনো কাজ করেনি বরং ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন ক্ষমতাকেন্দ্রিক ব্যবহার করেছে। এমনি যারা গণতন্ত্রের কথা বলেন, তাদেরকে জেলে পুরেছে।’
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি যারা করে তাদের জমি, ঘরবাড়ি, ব্যবসা দখল করে নিচ্ছে আওয়ামী লীগ। এটা বর্ণবাদ ছাড়া কিছু না। দেশটাকে দু’ভাগে ভাগ করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে তারা। এ দু’ভাগের মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে বিরোধী দল।’
একই অনুষ্ঠানে অংশ নিয়ে ড. আবদুল মঈন খান বলেন, ‘বর্তমান সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও আওয়ামী লীগ নিজে তা বিশ্বাস করে না।’ এ বিএনপি নেতা আরও বলেন, ‘বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আন্দোলন করছে বিএনপি। আওয়ামী লীগের মতো লগি-বৈঠার রাজনীতি করে না বিএনপি। জনগণের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
বিডি-প্রতিদিন/শফিক