ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাঁধপাড়া এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপ খেলার আয়োজন করা হয়েছে। বিএনপির সহযোগিতায় ও ভুল্লী বাঁধপাড়া যুবসংঘ গতকাল এ খেলার আয়োজন করে। এতে আটটি সাপুরে (ওঝা) দল অংশগ্রহণ করে। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে সেখানে কয়েক হাজার উৎসুক জনতা ভিড় জমান। মাঠের মাঝে একটি কলাগাছের নিচে ছেড়ে দেওয়া হচ্ছে সাপ।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাপুরেরা মন্ত্রের মাধ্যমে নিজের কাছে ডেকে নিচ্ছেন সাপকে। যে সাপুরে তার ঘরের ভিতরে সাপটি আগে নিয়ে যেতে পারবেন সেই হবেন বিজয়ী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নাজিমুল ইসলাম লাল, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।