গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে মো. নাঈম (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের রাজু মিয়ার ছেলে। নাঈমের প্রতিবেশী চাচি ফেরদৌসি বেগম অভিযোগ করে জানান, প্রায় দুই মাস আগে গভীর রাতে তার ছেলে সোহেল রানা আড়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে মো. নাঈম ও তার ভাই মো. কাইয়ুম কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। এ ঘটনায় তার মেয়ে রুমানা সানী মামলা করে। এর পর থেকে নাঈমের পরিবারের সদস্যরা পলাতক ছিল। গতকাল নাঈম ধারালো অস্ত্র নিয়ে সোহেলের বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেয়। বিষয়টি জানতে পেরে শতাধিক লোক নাঈমকে ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে সেখানেই সে মারা যায়। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জের ধরে সানাউল্লাহ বাদশা (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রেমিকা ও তার স্বামী। গতকাল রাতে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। সানাউল্লাহ বাদশা জাঙ্গীর এলাকার মোকাররমের ছেলে। তিনি ডিশ, ইন্টারনেট ব্যবসার সঙ্গে মাদক কারবার করতেন।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন সানাউল্লাহ। ঘটনার রাতে তিনি মুকুলের বাড়িতে গেলে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানাউল্লাহকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।