খানাখন্দ, অসংখ্য ছোট-বড় গর্তে বেহাল দশায় পরিণত হয়েছে হবিগঞ্জ-সুজাতপুর আঞ্চলিক সড়ক। এর অবস্থা এতটাই ভয়াবহ যে, অন্তঃসত্ত্বা কিংবা বয়স্ক রোগীদের আনা-নেওয়ার ক্ষেত্রে পড়তে হয় চরম বিপাকে। অনেক ক্ষেত্রে থাকে প্রাণহাণির শঙ্কা। বৃষ্টির দিনে পানিতে তলিয়ে থাকে সড়কের গর্তগুলো। যে কোনো সময় যানবাহন উল্টে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা থাকে। দীর্ঘদিন ধরে সড়কটি এমন বেহাল অবস্থায় থাকলেও নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ওই সড়ক দিয়ে চলাচল করে এলাকার শতাধিক গ্রামের মানুষ। সংশ্লিষ্টরা জানান, ২০০১ সালে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ হবিগঞ্জ-সুজাতপুর আঞ্চলিক সড়কটি নির্মাণ করা হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে অসংখ্য যানবাহন। আঞ্চলিক এ সড়কে সিএনজি অটোরিকশা, মিনিবাস, মোটরসাইকেল, টমটম, মিশুক বেশি যাতায়াত করে। এই সড়ক দিয়ে চলাচল করে পাথারিয়া, আনোয়ারপুর, মক্রমপুর, হিয়ালা, কাবিলপুর, নিশ্চিন্তপুর, আগুয়া, কাউরাকান্দি, টুপিয়াজুড়ি, বিজয়পুর, পইলারকান্দি, শ্রীমঙ্গল, বিথঙ্গল, মর্দনপুর, মাখনিয়া, উত্তর সাঙ্গর, দক্ষিণ সাঙ্গর, কুমড়ি, মন্দরি, দুলালপুর, রাজানগর, ভাগতলাসহ পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার হাজার হাজার মানুষ। এ সড়ক ওই অঞ্চলের মানুষের স্থলপথে চলাচলের একমাত্র মাধ্যম। কিন্তু খানাখন্দ আর বেহাল অবস্থার কারণে জনগুরুত্বপূর্ণ এ সড়কে চলাচলে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জ-সুজাতপুর সড়কের প্রবেশদ্বার কামড়াপুর থেকেই ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও ঢালাই উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। আবার কোথাও ইট-খোয়া বের হয়ে গেছে। বৃষ্টির দিনে এসব গর্তে পানি জমে থাকে। অনেক সময় সিএনজি ও টমটম উল্টে ঘটছে দুর্ঘটনা। দিন দিন আরও ভয়াবহ হচ্ছে সড়কের অবস্থা। ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর আগে সড়কটিতে নামেমাত্র সংস্কার করা হয়। সাধারণ যাত্রীরা কোনো রকমে চলাচল করলেও রোগী ও বয়স্কদের চলাচলে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ৮সিএনজি চালক আবদুর রউফ বলেন, বৃষ্টির দিনে গর্তের মধ্যে চাকা পড়ে দুর্ঘটনার শঙ্কা থাকে। স্থানীয় আবদুল মতিন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ চলাচল করে। সেলিম আহমেদ বলেন, সড়কে মোটর সাইকেল নিয়েও চলাচল করা মুশকিল। এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য দ্রুত সদর দপ্তরে প্রস্তাবনা পাঠানো হবে। অনুমোদন হলে বরাদ্দসাপেক্ষে সংস্কার করা হবে।
শিরোনাম
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
- বেগম খালেদা জিয়ার জন্মদিনে অস্ট্রেলিয়ায় দোয়া অনুষ্ঠিত