সিদ্ধিরগঞ্জে মাকসুদুল হাসান জনি হত্যার সুষ্ঠু বিচার ও মামলার তদন্তকারী কর্মকর্তার প্রত্যাহার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন-এলাকাবাসী। মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় গতকাল দুপুরে বিক্ষোভ চলাকালে প্রায় ৪৫ মিনিট যানচলাচল বন্ধ থাকে।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা জনি হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম ও সেকেন্ড অফিসার মাহবুব হাসানকে প্রত্যাহার চেয়েছেন জনির স্ত্রী মোনালিসা কানন ইবা। নিখোঁজের তিন দিন পর গত ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার নির্মাণাধীন ত্বাকওয়া টাওয়ারের লিফটের গর্ত থেকে জনির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা শুক্কুর আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় সাতজনকে আসামি করে মামলা করেছেন।