চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে বিভিন্ন পর্যায়ে প্রায় ২২ হাজার ৬৮৬ ডিগ্রিধারী অংশ নিয়েছেন। সমাবর্তন বক্তা ও প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এ ডি-লিট ডিগ্রি দেওয়া হয়। গতকাল চবির কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘ ৯ বছর পর ২৫ হাজার মানুষ ধারণ ক্ষমতার বৃহৎ প্যান্ডেলে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এটিকে দেশের সর্ববৃহৎ সমাবর্তন বলছেন সংশ্লিষ্টরা। পঞ্চম সমাবর্তনের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের অনুমতিক্রমে ২২ হাজার ৬৮৬ জন ডিগ্রিধারীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিরা।
ডিগ্রি পেয়েছেন যাঁরা : ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমডি, এমএস, এমফিল (চিকিৎসা বিজ্ঞান); ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত এমএ, এমএসসি, এমএস, এমএসএস, এমবিএ, ইএমবিএ, এলএলএম, এমএস (ফরেস্ট্রি), এমএস ইঞ্জিনিয়ারিং (সব), এমএড, এমএড (স্পোর্টস সায়েন্স); ২০১৩ থেকে ২০২৩ এমএ (ঊখঞ); ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত বিএ, বিএফএ, বিএসসি, বিএসএস, বিবিএ, এলএলবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং (সকল), বিএড, বিএড (স্পোর্টস সায়েন্স)। এ ছাড়া ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত এমবিবিএস, বিডিএস, বিপিএড; ২০১৪ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (চিকিৎসা বিজ্ঞান): ডিএলও; ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (চিকিৎসা বিজ্ঞান): ডিসিও, ডিসিএইচ; ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত বিএসসি ইন নার্সিং (সাধারণ/পোস্ট বেসিক/পাবলিক হেলথ নার্সিং), মেডিকেল টেকনোলজি, ফ্যাশন টেকনোলজি এবং ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত অধিভুক্ত কলেজের সব ডিগ্রি দেওয়া হয়।