৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৫৩

৩৫ প্রত্যাশীদের প্রতিনিধিদল জনপ্রশাসন মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক

৩৫ প্রত্যাশীদের প্রতিনিধিদল জনপ্রশাসন মন্ত্রণালয়ে

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দ্বিতীয়দিনের মতো শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১টায় শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শনিবার প্রায় সাত ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখার পর আজ রবিবারও সকাল ১০টা থেকে অবরোধের ঘোষণা দেন এ শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের এ অংশটি সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন। আন্দোলনের সংগঠক আহমেদ তানজিল দুপুরে জানান, আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সংগঠক মোশাররফ পাঠানের নেতৃত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেছে। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বা ঊর্ধ্বতন কারও সঙ্গে আলোচনার চেষ্টা করবে। বিকেল ৪টায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে আরেকটি দল যাবে।

তিনি বলেন, শনিবার আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে গিয়েও পারিনি।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর