বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওনার দেশেই (ভারত) শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন। সম্ভবত ওনার নিজের দেশের কথা বলতে গিয়ে ভুলে বাংলাদেশের কথা বলে ফেলেছেন। ভারতে কীভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, সেটি সবাই দেখেছেন। সেজন্য উনি তার দেশের জন্য শান্তিরক্ষী চাইছেন।
বৃহস্পতিবার পূর্বাচল ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা দেশের বিরুদ্ধে এতো জঘন্য ও মিথ্যা প্রচার শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কেউ পারে বলে মনে হয় না।
সত্য ঘটনা প্রকাশ করে এই মিথ্যাচারের জবাব বাংলাদেশের গণমাধ্যম দিতে পারে উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্যটা প্রকাশ করে এর প্রতিউত্তর আপনারা দেবেন। আমরা সবাই মিলে এ মিথ্যাচারের প্রতিবাদ করব। তাহলেই তাদের মুখে চুনকালি পড়বে।
তিনি আরও বলেন, সীমান্তে বড় ধরনের কোনও উত্তেজনা নেই, অন্যান্য সময়ের মতো একই অবস্থায় বিরাজ করছে।
ভারতের দিক থেকে কোনও উদ্বেগজনক আশঙ্কা আছে কিনা? এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনও উদ্বেগজনক আশঙ্কা নেই। তারা বাগযুদ্ধ করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের পর যে পরিস্থিতি হয়েছে, সেটি থেকে উত্তরণের জন্য সময় দিতে হবে। তবে আগের তুলনায় বর্তমানে অনেক উন্নতি হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করার জন্য আরও স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে। বর্তমানে ভলান্টিয়ার আছে ৫৫ হাজার। সেটিকে ৬২ হাজারে উন্নীত করা হবে।
বিডি প্রতিদিন/কেএ