রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আগামী বছর (২০২৬) বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের জন্য ক্রয় প্রক্রিয়ার সময় সীমা হ্রাস করার একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।
এ বছরের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৭তম সভায় বুধবার এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ২০২৬ সালে বিনামূল্যের পাঠ্যপুস্তক দরপত্রের মাধ্যমে মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি ৮৩ (১) (ক) ধারা অনুসরণ করে সভা এই প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত