বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

জঞ্জালমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহবান চরমোনাই পীরের

জঞ্জালমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহবান চরমোনাই পীরের

জঞ্জালমুক্ত, সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্র গঠনে দেশপ্রেমিক ঈমানদার ও ধার্মিক জনতাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর। গতকাল এক বিবৃতিতে চরমোনাই পীর আরও বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল ও বর্তমানে যারা আছে তারা দেশকে লুটেপুটে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। ঘুরে ফিরে পরীক্ষিত দুর্নীতিবাজরাই ফের ক্ষমতায় আসতে উদগ্রীব। বিগত দিনে এই শক্তিগুলোই বিদেশি ঋণনির্ভর হয়ে জাতির উপর বিশাল ঋণের বোঝা চাপিয়েছে। তিনি বলেন, এই জঞ্জাল রুখে দিতে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সুখীসমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে দেশপ্রেমিক ঈমানদার, সর্বস্তরের ধার্মিক জনতাকে এগিয়ে আসতে হবে। বিগত ৪২ বছরের এই জঞ্জাল রুখে সমৃদ্ধ দেশ গড়তে না পারলে জাতিকে আরও বড় ধরনের খেসারত গুণতে হবে।

সর্বশেষ খবর