রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সারা দেশে ১৮ দলের বিক্ষোভ আজ

সারা দেশে ১৮ দলের বিক্ষোভ আজ

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ উপলক্ষে সারা দেশে জেলা-উপজেলা ও মহানগরী পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিরোধী জোট। কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামায়াতে ইসলামী হরতাল ডাকায় রাজধানীতে পূর্ব আহূত সমাবেশ স্থগিত করেছে প্রধান বিরোধীদল বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর পর্যন্ত কোনো কর্মসূচি দিবে না ১৮ দল। তবে এরমধ্যে কোনো সমঝোতা না হলে, কিংবা সরকার দাবি না মানলে ১৭ ডিসেম্বর থেকে টানা অবরোধে যাবে বিরোধী জোট। আজ নতুন এই কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি সব কয়দিনই অবরোধ বা হরতালের মতো টানা কর্মসূচি পালন করতে যাচ্ছে ১৮ দল। এমনকি অনির্দিষ্টকালের জন্যেও এ ধরনের কর্মসূচি ঘোষণার কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানা গেছে।

 

 

সর্বশেষ খবর