সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
আজ দুপুরে উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত কলেজ ছাত্রের নাম মোখলেছুর রহমান (২৭)।
সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের মাস্টার আব্দুর রউফ মল্লিকের ছেলে এবং সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কলেজ ছাত্র মোখলেছুর দুপুরে তার বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।