বিশ্ববিদ্যালয় পর্যায়ে টেলিভিশন বিজ্ঞাপন তৈরির আন্তঃ এনএসইউ অ্যাড মেকার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী অ্যাড মেকার প্রতিযোগিতার অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নর্থসাউথ ইউনিভার্সিটিতে এ কর্মশালায় ৩৭২টি দল অংশ গ্রহণ করে। কর্মশালায় তিন সেশনে বক্তব্য রাখেন গ্রে অ্যাডভারটাইজিংয়ের সিইও গউসুল আলম শাওন, সহকারী ক্রিয়েটিভ ডিরেক্টর অনম বিশ্বাস, ম্যানেজার রেফায়েত আহমেদ।
কর্মশালায় বক্তারা বিজ্ঞাপন তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের দৃষ্টিকোণে বিজ্ঞাপনের অবস্থান নিয়ে আলোচনা হয়। কর্মশালা শেষে প্রতিযোগীদের জন্য প্রথম রাউন্ডের বিষয় উন্মোচন করা হয়। এবারের প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিষয় আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপ-২০১৪ বাংলাদেশের ক্রিকেটকে প্রমোট করা।
২০১০ সাল থেকে প্রতিবছর বিজ্ঞাপন তৈরির ইয়াং এন্টারপ্রেনিউরস সোসাইটি (ইয়েস) অ্যাড মেকার প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ বছর আন্তঃ এনএসইউ অ্যাড মেকারের স্ট্রাটেজিক পার্টনার গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড, মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন, দি ইন্ডিপেন্ডেন্ট, রেডিও ফুর্তি, সময় টেলিভিশন এবং বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম।