বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে আ. ছাত্তার গাজী সভাপতি ও আল আমিন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রিয়াজ উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান বিজয়ী হন। অন্যান্য নির্বাচন কমিশনারের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার মহাব্যবস্থাপক (অর্থ) রুনা লায়লা এ রায় ঘোষণা করেন।
নির্বাচনের দিন সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত বিএডিসির অর্থ ও প্রশাসন পুলের কর্মকর্তারা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে বিজয়ী মো. আ. ছাত্তার গাজী ৬০% ভোট পান। তিনি বিএডিসির প্রধান (মনিটরিং) হিসেবে কর্মরত। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ইয়াছিন আলী পান ৪০% ভোট। সাধারণ সম্পাদক পদে আল আমিন ৫৯% ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মোমেন ২৮% ভোট পেয়েছেন। বিজ্ঞপ্তি