কারওয়ান বাজারের পর রাজধানীর খিলগাঁও-মালিবাগে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। গতকাল সকাল ৯টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানের সময় রেললাইনের পাশে গড়ে ওঠা কয়েকটি বসতঘরও উচ্ছেদ করা হয়। তবে অভিযানকারীরা চলে যাওয়ার পর বাসিন্দারা আবার তা মেরামতের কাজে নেমে যান। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার রেললাইনে ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হন। এরপর কর্তৃপক্ষ ওই রেললাইনের আশপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। ওই ঘটনার জের ধরে খিলগাঁও-মালিবাগ এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অঞ্চলজুড়ে রেললাইনের দুই পাশে গড়ে তোলা হয়েছিল প্রায় দুই হাজার দোকান ঘর। এ ছাড়া ছিল কাঁচাবাজার। গতকালের অভিযানে এসব দোকান ও বাজার উচ্ছেদ করা হয়।
দুপুরে সরেজমিনে দেখা গেছে, মালিবাগ রেলক্রসিং থেকে শুরু করে খিলগাঁও রেলক্রসিং পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন রেলওয়ে কর্মকর্তা ও রেলওয়ে পুলিশ। রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের ঢাকা অঞ্চলের পরিচালক নূরুন নবী কবির বলেন, দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক ব্যবসা ও নানা অসামাজিক কাজ-কর্মের অভিযোগ আছে। তাছাড়া রেললাইনের ওপরেই বাজার বসত বলে শিশুসহ বহু মানুষকে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হতো।