সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ওয়েবসাইট, নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক, বাংলাদেশ প্রতিদিনের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট বানিয়েছে একটি কুচক্রী মহল। এতে বাংলাদেশ প্রতিদিনের লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্যও ছড়ানো হচ্ছে। তবে নকল ওয়েবসাইটটির ডোমেইন নামের বানান আসল বাংলাদেশ প্রতিদিনের নামের বানান থেকে আলাদা। কিন্তু খুব কাছাকাছি। একটু খেয়াল করলেই পাঠক বিষয়টি ধরতে পারবেন। বাংলাদেশ প্রতিদিনের আসল ওয়েবসাইট ঠিকানা হলো (http://bd-pratidin.com)। পাঠকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ ভুয়া ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে ভাটারা থানা পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট ও বিটিআরসির কাছে অভিযোগের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে (http://bd-pratidin.com) ঠিকানা ছাড়া অন্য কোনো ওয়েবসাইটের তথ্যের বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের দায় নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর