বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীর উন্নয়নে পাশে থাকবে নরওয়ে : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাজশাহীর উন্নয়নে পাশে থাকার কথা জানিয়েছেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন বলেন, ক্লিনসিটি-গ্রিনসিটি রাজশাহী দেখে অভিভূত হয়েছি। নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির অনেক মানুষ রাজশাহী সম্পর্কে জানে। আগামীতে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা রাজশাহীর উন্নয়নে পাশে থাকব। নরওয়ে রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন গতকাল দুপুরে নগরভবনে মতবিনিময়ে রাজশাহীর উন্নয়নে সহযোগিতার আশ^াস দেন। দুপুর পৌনে ১টায় রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে এলে তাকে বর্ণাঢ্য আয়োজনে বরণ এবং ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র লিটন। এ সময় সিডসেল ব্লেকেনকে নগরভবনের বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখান মেয়র। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ কামারুজ্জামানসহ চার জাতীয় নেতার সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন মেয়র। এরপর মেয়রের দফতরে তারা মতবিনিময়ে মিলিত হন। মেয়র বলেন, এ অঞ্চলে তেমন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সরকার ইতিমধ্যে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছে। আমার পরিকল্পনা রাজশাহীতে শতাধিক গার্মেন্ট-শিল্প গড়ে তোলার। এজন্য নরওয়ের বিনিয়োগকারীদের বিনিয়োগের অনুরোধ করেছি।

সাক্ষাৎকালে নরওয়ে প্রতিনিধি দলে ছিলেন টর এনব্রেস টরহাগ, মারিয়া টরহাগ, পোন্ট্রাস, ব্রেজহেগেন, ডেগ ভিগসহ রাজশাহী ক্রিস্ট্রিয়ান ফ্রেন্ডশিপ কমিটির সদস্যরা। এ সময় সিটির প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলীসহ কাউন্সিলরবৃন্দ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর