মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফের গুলিতে সুমন (২২) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বিএসএফ আটকের পর ধরে নিয়ে গেছে আরও এক বাংলাদেশিকে। গতকাল ভোরে হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানান, ভোরে ১৫-২০ জনের একটি দল জেলার হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার-সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের বসতপুর ক্যাম্পের ১৪৬ বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান সুমন।

 বাকিরা পালিয়ে গেলেও মাসুদ রানা নামে আরেক যুবককে আটকের পর ধরে নিয়ে যায় বিএসএফ। নিহত সুমন ওই উপজেলার ডাঙ্গিপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। আটক মাসুদ রানা একই গ্রামের এনাদুল ইসলামের ছেলে। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। গুলি ও আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে বিএসএফকে।

সর্বশেষ খবর