সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

রাসিকের স্বাস্থ্যসেবার প্রশংসায় ১১ সিটির স্বাস্থ্য কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করেছেন দেশের অন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারা। গতকাল দুপুরে একচেঞ্জ ভিজিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ে এসে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে বৈঠক করেন তারা। নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে ইপিআই একচেঞ্জ ভিজিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় দেশের ১১টি সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দেয়। এর কারণে স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে রাসিক। সবাই মিলে একসঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যমাত্রাকে আরও এগিয়ে নিতে চাই।

সভায় কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ্দিন চিশতি বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের রাস্তাঘাট, ফুটপাথ অনেক পরিষ্কার। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো দুর্গন্ধ পাইনি। রাজশাহী সিটি করপোরেশনের তাদের এই সফলতা আগামীতেও ধরে রাখবে এই প্রত্যাশা করি।’

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম ও খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার বলেন, ‘স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি করপোরেশন দেশের রোল মডেল। আমরা এ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।’

সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমাত উল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর